ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

দক্ষিণ কোরিয়ায় ৪৫ সাইবার প্রতারকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১২:২৪ পিএম
সাইবার প্রতারকদের গ্রেপ্তার করছে পুলিশ। ছবি- সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় সন্দেহভাজন ৪৫ জন সাইবার প্রতারকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দেশটির পুলিশ সোমবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে। খবর বার্তাসংস্থা এএফপির। 

এএফপির প্রতিবেদনে বলা হয়দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় সাইবার প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের মধ্যে ওই ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানায় পুলিশ। দেশটির চুংনাম প্রদেশের পুলিশ সংস্থার এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমরা মনে করছি এদের আটক রাখা প্রয়োজন। তাই ৪৫ জন সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করেছি।’

মামলাটি তদন্তাধীন থাকায় তারা বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সাইবার প্রতারক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে কম্বোডিয়ায় আটক ৬৪ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক শনিবার (১৮ অক্টোবর) দেশে ফিরেছেন। তারা চার্টার্ড ফ্লাইটে করে ফেরার সময়ই দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ তাদের আটক করে এবং হাতকড়া পরিয়ে বিমান থেকে নামিয়ে আনে।

গত সপ্তাহে জাতীয় পুলিশ সংস্থা জানিয়েছে, তাদের মধ্যে ৪৫ জনকে দক্ষিণ-পশ্চিম চুংনাম প্রদেশে পাঠানো হয়েছে। আর বাকি ১৯ জনকে পাঠানো হয় দেশের অন্যান্য অঞ্চলে।

সিউল জানিয়েছে, কম্বোডিয়ায় জালিয়াতি কার্যক্রমে কর্মরত প্রায় ২ লাখ লোকের মধ্যে প্রায় ১ হাজার দক্ষিণ কোরিয়ান রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। চলতি বছর কম্বোডিয়ায় একজন কোরিয়ান কলেজ ছাত্রের নির্যাতন ও হত্যার ঘটনায় দক্ষিণ কোরিয়ায় জনরোষের পর এই প্রত্যাবাসন শুরু হয়েছে। ওই হত্যাকান্ডটি একটি অপরাধ চক্রের কাজ বলে জানা গেছে।

জাতীয় তদন্ত কার্যালয়ের প্রধান পার্ক সুং-জু গত সপ্তাহে সাংবাদিকদের জানিয়েছেন, প্রত্যাবাসিত ব্যক্তিরা ভয়েস ফিশিং, প্রেম কেলেঙ্কারি এবং তথাকথিত ‘নো-শো’ জালিয়াতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উই সুং-ল্যাক এর আগে বলেছেন, আটক ব্যক্তিদের মধ্যে জালিয়াতি কার্যক্রমে ‘স্বেচ্ছাসেবী এবং অনিচ্ছাকৃত উভয় অংশগ্রহণকারী’ অন্তর্ভুক্ত রয়েছে।