সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জাতীয় নির্বাচন যত বিলম্বিত হবে, রাজনৈতিক ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার আশঙ্কা তত বাড়বে। তাই সংকট এড়াতে অবিলম্বে নির্বাচনের নির্ধারিত সময় জানুয়ারি মাসেই ভোটগ্রহণের আহ্বান জানান তিনি।
সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাশেদ খান।
তিনি বলেন সতর্ক করে বলেন, ‘নির্বাচনের পরিবেশ তৈরি না করে ভোট আয়োজন করলে তা হবে আরেকটি রাজনৈতিক প্রহসনের পুনরাবৃত্তি।’
রাশেদ খান বলেন, ‘জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ায় দ্রুত সময়ে সেটি কার্যকর করে আইনগত ভিত্তি গড়ে তোলা উচিত।
তিনি দাবি করেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্প্রতিককালে অগ্নিসংযোগের মতো সহিংসতায় লিপ্ত হয়ে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে; এভাবে পরিস্থিতি জটিল করে এক ধরনের ১/১১-র পুনরাবৃত্তির চেষ্টাও চলছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান প্রশাসন অপরিবর্তিত থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একইসঙ্গে নির্বাচন কমিশনকে কঠোর করে বলতে হবে যে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো সদস্য ‘ডামি’ বা স্বতন্ত্র পরিচয়ে অন্য দল গণনা করে অংশগ্রহণ করতে পারবেন না। জাতীয় পার্টি ও ১৪ দলের অংশগ্রহণ সম্পর্কেও তিনি কড়া অবস্থান নেন-তাদের সাংগঠনিক কার্যক্রমও সীমিত করার দাবি জানান তিনি।’
গণঅধিকার পরিষদ নেতা বলেন, ‘শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের দাবিসমূহ যৌক্তিক। যদি তাদের দাবি গ্রহণ না করা হয়, তাহলে তারা জোরপ্রয়োগে আন্দোলন চালিয়ে যমুনা-সচিবালয় ঘেরাও করার সিদ্ধান্ত নিতে পারে। তিনি শিক্ষা খাতের সমস্যার দ্রুত সমাধান করার দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা গ্রহণের আহ্বান জানান।’