ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভিডিও কলে থেকে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে মো. ইয়াসিন মিয়া (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে পুলিশ পৌর শহরের মসজিদ পাড়ার জাহের মিয়ার ভাড়াটিয়া মো. লুৎফুর মিয়ার টিনশেড ঘর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। এর আগে রোববার গভীর রাতের কোনো একসময় ফাঁস দেওয়ার ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন মিয়া লুৎফুর রহমানের ছেলে। 'প্রেমসংক্রান্ত' বিষয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
নিহতের মা হেনা বেগম বলেন, ‘এক মেয়ের সাথে ইয়াসিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ে আমার ছেলের কাছে বিয়ের জন্য মোটা অঙ্কের টাকা কাবিন চেয়েছিল। আমার ছেলে বেকার, সে এত টাকা কোথায় পাবে। এসব কারণে সে মানসিক যন্ত্রণায় ছিল। গতরাতে সে আলাদা ঘরে ছিল। গভীর রাত পর্যন্ত তাকে ফোনে কথা বলতে দেখেছি। মেয়ে তাকে কী বলেছে জানি না। সকালে তার রুমে গিয়ে দেখি ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছে। সকালে দেখি, ওই মেয়ে আমার মোবাইলে অনেকগুলো কল দিয়েছে। সে বুঝতে পেরেছিল আমার ছেলে আত্মহত্যা করবে। তাই আমাকে ফোন করে জানাতে চেয়েছিল। কিন্তু আমার ফোনটি আমার ছেলে রাতে কখন জানি তার কাছে নিয়ে যায়। তাই আমি ফোন ধরতে পারিনি।’
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে হচ্ছে, প্রেমসংক্রান্ত বিষয়ে মনোমালিন্য থেকে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।