ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

রাশিয়ায় ইউক্রেনের হামলা, নিহত ২

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১২:৪০ পিএম
হামলার পর ঘটনাস্থল। ছবি- সংগৃহীত

রাশিয়ার বেলগোরোড অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় গভর্নর এ তথ্য নিশ্চিত করেন। 

বেলগোরোডের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদোকভ সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘ইয়াসনে জোরি গ্রামের একটি কৃষি প্রতিষ্ঠানে ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হলে দুই বেসামরিক লোক নিহত হন। এদের একজন পুরুষ ও একজন নারী। এই হামলায় তারা ঘটনাস্থলেই নিহত হন।’ তিনি আরও বলেন, ‘বিস্ফোরণে পায়ে গুরুতর জখম এক ব্যক্তির অস্ত্রোপচার চলছে।’ 

ইউক্রেনেপ্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার গভীরে আঘাত করতে সক্ষম আমেরিকান দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তার দেশকে সুরক্ষিত করার আশায় সাক্ষাতের কয়েকদিন পরই এই হামলা চালানো হয়। কিন্তু ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে বলার পর জেলেনস্কি খালি হাতে ফিরে যান।

শীত ঘনিয়ে আসার সাথে সাথে মস্কো সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে আক্রমণ বাড়িয়েছে। হাজার হাজার মানুষ তাপ ও আলো ছাড়াই রয়েছে। এর পাল্টা আঘাত হানতে, ইউক্রেন রাশিয়ার পশ্চিম সীমান্ত অঞ্চলের পাশাপাশি তার তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলা জোরদার করে।