ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ভারতের ‘অপারেশন কেল্লের’ এ নিহত ৩ পাকিস্তানি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৭:১৮ পিএম
ভারতের ‘অপারেশন কেল্লের’ এ নিহত ৩ পাকিস্তানি

অপারেশন সিদুঁরের পর এবার ‘অপারেশন কেল্লের’ পরিচালনা করেছে ভারত। এর জেরে জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৩ সন্ত্রাসী।

মঙ্গলবার (১৩ মে) এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, প্রথমে কুলগাম জেলায় সুত্রপাত হয় দুই পক্ষের বন্দুক লড়াইয়ের, তারপর সেখান থেকে সরতে সরতে শোপিয়ানের একটি বন এলাকায় চলে যায়। ওই বনে আরেক ‘সন্ত্রাসী’ লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

গোয়েন্দা সূত্রের তথ্যে ভারতের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত নিরাপত্তা বাহিনীর দল ‘সন্ত্রাসীদের’ ঘেরাও করে ফেলে। দুই ঘন্টারও বেশি চলে দুই পক্ষের বন্দুক যুদ্ধ।

ভারতীয় সেনাবাহিনী এক্স হ্যান্ডেলে জানায়, ‘১৩ মে ২০২৫ গোপন তথ্যের ভিত্তিতে জম্মু-কাশ্মিরের শোপিয়ান জেলার শুকাল কেল্লের এলাকায় অভিযান চালিয়েছে ভারতের সেনাবাহিনী। অভিযানে সেনা সদস্যদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপক গুলি বিনিময় হয়েছে। অভিযানে অন্তত ৩ জন নিহত হয়েছে ’।

কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নিহত হওয়ার পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের আক্রমণের পর চার দিন ধরে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে তীব্র পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতিতে সম্মত হয় উভয় রাষ্ট্র।

অস্ত্রবিরতি শুরু হওয়ার পর গুলির শব্দ যখন যখন প্রায় থেমে এসেছে তখনই কাশ্মীর উপত্যাকায় ফের গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটল।