ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

টাঙ্গাইলে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, পুলিশের বাধা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৬:২৫ পিএম
টাঙ্গাইলে বিএনপির কমিটি বাতিলের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। ছবি-রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের বাসাইলে ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার (১৩ মে) দুপুরের দিকে উপজেলার কাশিল ইউনিয়ন বিএনপির ব্যানারে বাসাইল ছাতা মসজিদ এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম।

এর আগে তারা মিছিল নিয়ে বাসাইল বাসস্ট্যান্ডে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় নেতা-কর্মীরা বাধার মুখে সেখানেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

সেখানে নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের কুশপুত্তলিকা দাহ করেন।

এদিকে, উপজেলা বিএনপির নেতা-কর্মীরা স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। তবে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর ছিল। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যদেরও দেখা গেছে।  

এ সময় কাজী শহীদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের দোসরদের নিয়ে টাকার বিনিময়ে সম্প্রতি কাশিল ইউনিয়ন বিএনপির কমিটি দেওয়া হয়েছে। এটা পকেট কমিটি। যাকে ইউনিয়ন বিএনপির সভাপতি করা হয়েছে, সেই রমজান মিয়া আওয়ামী লীগের সংসদ সদস্য ভিপি জোয়াহেরের জন্য ভোট চেয়েছে।’

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যেসব নেতা-কর্মী কারাভোগসহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, সেসব নেতা-কর্মীকে বাদ দিয়ে এই কমিটি দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল করতে হবে।’

কমিটি বাতিল করা না হলে এই কমিটিকে কাশিল ইউনিয়নে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন এই বিএনপি নেতা। 

তিনি অভিযোগ করেন, ‘আমাদের এই প্রতিবাদ সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে সহস্রাধিক নেতা-কর্মী এসেছিল। কিন্তু তাদের পৌর শহরের বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশ প্রশাসনের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর বলেন, ‘একটি মহল শান্তি-শৃঙ্খলা নষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে চেয়েছিল। আমরা তাদের প্রতিহত করতে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছি।’

তিন আরও বলেন, ‘যেকোনো মূল্যে আগামী দিনে বাসাইলকে যারা অশান্ত করতে চায়, আমরা বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব।’ 

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘অনুমতি না নিয়ে তারা অনুষ্ঠান করার জন্য আসছিল। পরে বিশৃঙ্খলা এড়াতে আমরা তাদের বাধা দিয়েছি।’

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রুপম, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি নুরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আয়নাল জমাদার, তরিকুল ইসলাম টিপু, মানিক মোহাম্মদ তোহা প্রমুখ।

প্রসঙ্গত, গত ১১ মে রমজান মিয়াকে আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্যসচিব করে উপজেলার কাশিল ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।