ঢাকার সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে সকাল থেকেই মহাসড়কের দুপাশে অন্তত পাঁচ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ কর্মসূচি শুরু হয়। প্রায় এক ঘণ্টা অবরোধের পর বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই ওই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। শুধু সড়ক নয়, আশপাশের ঘরবাড়িতেও পানি ঢুকে পড়ে। এতে পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেনেজ উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমাধানের দাবিতে তারা এ অবরোধ কর্মসূচি পালন করেন।
সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, মঙ্গলবার রাতের বৃষ্টিতে রাজফুলবাড়িয়া এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এ কারণে স্থানীয়রা সড়ক অবরোধ করেছিলেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।