ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

তামিমসহ বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০১:০৮ পিএম
তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গুঞ্জনকে সত্যি প্রমাণ করে আজ বুধবার সকালে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা নির্ধারিত থাকায়, তার পথ অনুসরণ করে আরও ১১ জন প্রার্থী নির্বাচন থেকে তাদের নাম প্রত্যাহার করেছেন।

সকাল ১০টায় বিসিবির নির্বাচনী কার্যালয় খোলার মিনিট বিশেক পরই তামিম ইকবাল সেখানে উপস্থিত হন এবং আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

তামিম ইকবালের পর যারা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন।

রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র)

মাসুদুজ্জামান (মোহামেডান)

সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স)

মির হেলাল (চট্টগ্রাম জেলা)

সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি)

ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স)

সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ)

তৌহিদ তারেক (পাবনা)

অসিফ রাব্বানী (শাইনপুকুর)

সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩)

ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)

এদিকে, আজ দুপুর ১২টায় মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর, দুপুর ২টায় বিসিবির পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।