ফেনীতে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাগান বাড়িতে আগুন দিয়েছে ছাত্র-জনতা।
সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের মাস্টারপাড়া এলাকায় অবস্থিত বাড়িটিতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের পর রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মাস্টারপাড়ায় নিজাম হাজারীর বাগান বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির গেইট ও দেয়ালের ওপর আগুন ধরিয়ে দেয়। আগে থেকেই ক্ষতিগ্রস্ত বাড়িটিতে কোনো আসবাবপত্র বা মালামাল ছিল না।
ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। গেইটে সামান্য আগুন লেগেছিল, যা দ্রুত নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট উত্তেজিত জনতা ওই বাড়ি থেকে আসবাবপত্র, খামারের গরু-ছাগলসহ নানা মালামাল লুট করে নিয়ে যায়। পরে আগুন লাগালে পুরো বাগান বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
এর আগে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর বগুড়ায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল এবং বিক্ষুব্ধ ছাত্র-জনতার হামলায় আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
-20251117215409.webp)

