ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, কারা থাকছেন দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৫:৩৪ পিএম
দক্ষিণ আফ্রিকা। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। আসন্ন এই ফাইনালের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। 

সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে মাত্র দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন ব্যাটার ম্যাথিউ ব্রিটজ ও তরুণ পেসার কুয়েনা মাফাখা। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার লুঙ্গি এনগিদি।

লিগ পর্বে দারুণ পারফরম্যান্স করে ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। আগামী ১১ জুন ঐতিহাসিক লর্ডস মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

দল ঘোষণার সময় হেড কোচ শুকরি কনরাড বলেন, ‘ফাইনালে খেলার সুযোগ এই দলের জন্য একটি বিশেষ মুহূর্ত। গত ১৮ মাস ধরে আমরা একটি প্রতিযোগিতামূলক লাল বলের ইউনিট গড়ে তুলেছি, এবং এই অর্জন তারই প্রতিফলন।’

লর্ডসের কন্ডিশন বিবেচনায় রেখে ভারসাম্যপূর্ণ স্কোয়াড গঠন করেছে দলটি। দলের শক্তিমত্তা বাড়াতে রাখা হয়েছে অভিজ্ঞতা ও তরুণ উদীয়মান প্রতিভার সমন্বয়।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:

টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিদি, কর্বিন বশ, কাইল ভেরাইনে, ডেভিড বেডিংহ্যাম, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, সেনুরান মুথুসামি ও ডেন প্যাটারসন।