ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

চীনে বন্যা ও ভূমিধসে ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৩

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ১০:০২ পিএম
চীনে ভারি বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত জনজীবন। ছবি- সংগৃহীত

চীনের উত্তর-পশ্চিম ও দক্ষিণাঞ্চলে টানা ভারি বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৩৩ জন। বার্তা সংস্থা আনাদোলু শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ১০ জন নিহত এবং ৩৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। বৃহস্পতিবার রাতে প্রদেশের মধ্যাঞ্চলে প্রবল বর্ষণে লানঝো, লিনশিয়া ও বাইইনসহ একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া, ইউঝোং কাউন্টিতে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন বাসিন্দারা। সিনলং পর্বত অঞ্চলে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। সেখানে চারটি গ্রামের চার হাজারের বেশি মানুষ এখনো যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

অন্যদিকে, চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে বুধবার ভারি বৃষ্টিপাতজনিত ভূমিধসে ১৪ জন চাপা পড়েন। তাদের মধ্যে সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও শুক্রবার সাতজনের মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। এই ভূমিধসে একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনের পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি বর্ষণ হয়েছে। এতে বন্যাসহ বিভিন্ন দুর্যোগে বেইজিং, হেবেই, জিলিন ও শানডং প্রদেশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।