রাশিয়ার সমরাস্ত্র রপ্তানি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২৪ মে) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।
আন্তর্জাতিক অস্ত্রবাজারে রাশিয়ার অবস্থান আরও শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পুতিন।
তিনি বলেন, ‘আমাদের হাতে বিপুল পরিমাণ অর্ডার রয়েছে, যার আর্থিক মূল্য কয়েক হাজার কোটি ডলারেরও বেশি। এসব অর্ডার আমরা নিয়েছি, তাই সরবরাহ নিশ্চিত করতে উৎপাদন ও রপ্তানি উভয়ই বাড়াতে হবে।’
২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার অস্ত্র উৎপাদনে ব্যাপক গতি এসেছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন, গোলাবারুদসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম তৈরিতে বিনিয়োগ বাড়িয়েছে রুশ কোম্পানিগুলো।
তবে এ অস্ত্রের বড় অংশই ব্যবহৃত হচ্ছে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে, যার ফলে আন্তর্জাতিক বাজারে রপ্তানি হ্রাস পেয়েছে।
সুইডেনভিত্তিক গবেষণা সংস্থা সিপরি (স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট) জানায়, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিশ্ববাজারে রাশিয়ার অস্ত্র রপ্তানি ৭.৮ শতাংশ কমে গেছে। অথচ ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত সময়কালে এই হার বেড়েছিল ১৪ শতাংশের বেশি।
পুতিন আরও জানান, ভবিষ্যতের যুদ্ধবাজারে প্রযুক্তিনির্ভর অস্ত্রই হবে মুখ্য। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমরাস্ত্র উৎপাদন বাড়ানোর কথাও তিনি বলেন।
তার মতে, ‘এই খাতে প্রতিযোগিতা আরও বাড়বে, আর রাশিয়া তাতে অংশ নিতে প্রস্তুত।’
সূত্র: রয়টার্স
আপনার মতামত লিখুন :