ইউক্রেনের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অর্থনীতিবিদ ইউলিয়া সুভরিদেঙ্কো। যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।
সোমবার (১৪ জুলাই) তাকে নতুন সরকারের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান জেলেনস্কি।
৩৯ বছর বয়সি ইউলিয়া সুভরিদেঙ্কো একজন অর্থনীতিবিদ। ২০২১ সাল থেকে তিনি প্রথম উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
চলতি বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিরল খনিজ চুক্তি নিয়ে জটিল আলোচনাও চালিয়ে যাচ্ছেন ইউলিয়া। সেই আলোচনায় উত্তেজনা এতটাই বেড়েছিল যে, কিয়েভ ও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক মিত্রের সম্পর্ক প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়।
এছাড়া, বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস স্যামিহালকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
স্যামিহাল ২০২০ সালের মার্চ মাস থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনে দেশটি মস্কোর কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে সবচেয়ে বেশি সময় ধরে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শেষ করতে কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কি।
এক্সে তিনি লিখেছেন, ‘আমরা... ইউক্রেনের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি, ইউক্রেনীয়দের জন্য সহায়তা কর্মসূচি সম্প্রসারণ ও আমাদের অভ্যন্তরীণ অস্ত্র উৎপাদন বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি। এই লক্ষ্য অর্জনের জন্য, আমরা ইউক্রেনের নির্বাহী শাখার রদবদল শুরু করছি। সরকার পরিচালনা করার জন্য ইউলিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে।’
আপনার মতামত লিখুন :