ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া একটি পোস্টে প্রশংসা করে বলেছেন, তিনি ভারতীয় বাহিনীর জন্য গর্বিত।
মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ভারত পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ মোট নয়টি স্থানে হামলা চালিয়েছে। ২৫ মিনিট ধরে চলা এ হামলায় নিহত হয়েছেন অন্তত ৭০ জন।
হামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ অমিত শাহ জানান, ভারত তার জনগণের ওপর যেকোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে বদ্ধপরিকর। পাকিস্তানের সন্ত্রাসবাদকে মূল থেকে নির্মূল করার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ মোদি সরকার।
উল্লেখ্য, ভারত সরকার মধ্যরাতের অভিযানটির নাম দিয়েছে ‘অপারেশন সিন্দুর’।
আপনার মতামত লিখুন :