পাকিস্তানের পাল্টা হামলার প্রভাবে ভারতের অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। টানা দ্বিতীয় দিনের মতো শেয়ারবাজারে ভয়াবহ পতন হয়েছে, যার ফলে বিনিয়োগকারীদের প্রায় ৮৩ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ কোটি টাকা) হারিয়ে গেছে।
এই সময়টা এসেছে, যখন দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা বেড়ে গেছে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটিতে হামলার দাবি করার পর পাল্টা জবাব দেয় ইসলামাবাদ। এরপর থেকেই সীমান্তে শুরু হয় ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও গোলাগুলি।
শুক্রবার (৯ মে) ভারতের দুই বড় সূচক নিফটি ৫০ ও বিএসই সেনসেক্স বড় ধরনের পতনের মুখে পড়ে। নিফটি কোনোমতে ২৪,০০০ পয়েন্টের ওপরে থাকলেও সেনসেক্স ৮০,০০০-এর নিচে নেমে যায়। টানা তিন সপ্তাহ বাজারে যে উন্নতি দেখা যাচ্ছিল, তা এই পতনে থেমে যায়।
দিনের একপর্যায়ে বাজারের মোট ক্ষতি গিয়ে দাঁড়ায় ১০৮ বিলিয়ন ডলারে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীরা আতঙ্কে শেয়ার বিক্রি করছেন। সংঘাত বাড়লে দেশের অর্থনীতির ভিত্তি আরও নড়বড়ে হয়ে পড়তে পারে।
শেয়ারবাজারে থাকা ১৩টি বড় খাতের মধ্যে ১২টিতেই দরপতন হয়। ছোট ও মাঝারি কোম্পানির শেয়ারে বেশি প্রভাব পড়ে। তবে একমাত্র টাটা মোটরসের শেয়ারে দাম বেড়েছে ৮.৭ শতাংশ কারণ জাগুয়ার ল্যান্ড রোভার নিয়ে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের একটি সম্ভাব্য চুক্তি।