দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর শৃঙ্খলাভঙ্গের কারণে মাহিন সরকারকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব পদ ও দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এই বহিষ্কার আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
অপ্রত্যাশিতভাবে মাহিন সরকার নিজেই টেলিভিশনের এক টকশোতে অংশগ্রহণকালে বিষয়টি জানতে পারেন। সেখানে তিনি বলেন, আমাকে বহিষ্কার করা হয়েছে, তথ্যটি এখানেই জানতে পারলাম।
জানা গেছে, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মদ খালিদের নেতৃত্বাধীন ‘DUFirst’ প্যানেল থেকে ডাকসুর জিএস পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মাহিন সরকার। এনসিপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি ভালোভাবে নেয়নি এবং তাকে প্রার্থী না হওয়ার নির্দেশ দিয়েছিল।
এনসিপির এক কেন্দ্রীয় সদস্য কালবেলাকে বলেন, দল তাকে নিষেধ করলেও মাহিন সরকার প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি দলের সিদ্ধান্তকে অমান্য করেছেন, এজন্যই তাকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রগুলো জানায়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এনসিপির আনুষ্ঠানিক ছাত্র সংগঠন না হলেও দীর্ঘদিন ধরে এনসিপির সঙ্গে যৌথভাবে কার্যক্রম চালিয়ে আসছে। ডাকসু নির্বাচন নিয়েও বাগছাসকে গুরুত্ব দেওয়া হয়েছিল।
ফলে অন্য প্যানেল থেকে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতার প্রার্থী হওয়া সংগঠনের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করে দলীয় নেতৃত্ব।