ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন মির্জা আব্বাস

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০১:৪৩ পিএম
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সস্ত্রীক মির্জা আব্বাস। ছবি- সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসা নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গিয়েছেন। স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসীর আব্বাসও তার সঙ্গে আছেন। ব্যাংককের রুটনিন আই হসপিটালে মির্জা আব্বাসের চোখের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা ব্যাংকের উদ্দেশে রওনা হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির এই নেতার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, ব্যাংককের রুটনিন আই হসপিটালে আজকেই চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট ঠিক করা হয়েছে। দুইদিন পরই স্যারের অস্ত্রোপচার হবে।

আরোগ্য কামনায় মির্জা আব্বাসের পরিবার দেশবাসীর কাছে এবং দলের নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন