ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

নেদারল্যান্ডে ৫ লাখ মানুষর ডাটা হ্যাকার গ্রুপের কাছে, দাবি ১.২৮ মিলিয়ন ডলার

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ১০:০৪ পিএম
প্রতীকী ছবি।

নেদারল্যান্ডের রিজওয়িক শহরের এক মেডিকেল গবেষণাগার থেকে হাজার হাজার মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করেছে হ্যাকাররা। ডাচ মিডিয়ার বরাতে সোমবার (১৮ আগস্ট) এ তথ্য প্রকাশ করে আনাদোলু এজেন্সি।

হ্যাকার গ্রুপ নোভা জানিয়েছে, যদি তাদের দাবি পূরণ করা না হয়, তাহলে মানুষের এ সব ব্যক্তিগত তথ্য প্রকাশ করবে তারা। সংবাদমাধ্যম আরটিএল বলছে, হ্যাকাররা আগেই ল্যাব কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। এখন চুক্তি অনুযায়ী টাকা দেওয়া বন্ধ করায় নতুন করে হুমকি দিচ্ছে তারা।

এছাড়া, মেডিকেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানানোয় আরও বেশি ক্ষিপ্ত হয়েছে হ্যাকার গ্রুপ। মেডিকেল কর্তৃপক্ষকে ২৮ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে হ্যাকার গ্রুপটি। এ সময়ের মধ্যে ১.২৮ মিলিয়ন ডলার দাবি করেছে তারা।

হ্যাকার গ্রুপটির কাছে দেশটির প্রায় ৫ লাখ মানুষের মেডিকেল ডাটা রয়েছে। যাতে নাম, ঠিকানা,বয়স, রোগের মতো  বিভিন্ন স্পর্শকাতর তথ্য রয়েছে। ইতোমধ্যে হ্যাকার গ্রুপটি ৫০ হাজার মানুষের তথ্য প্রকাশ করেছে। যাতে গ্রুপটির হাতে থাকা তথ্যের মাত্র ০.০৩ শতাংশ বলে হুঁশিয়ার করেছে তারা।