ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাবে রাজি হামাস

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ১১:০০ পিএম
রাফা সীমান্তে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি ব্রিফ করছেন।

যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংস্থা হামাস। প্রস্তাবে প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি ও দুই ধাপে জিম্মি মুক্তির পরিকল্পনা রাখা হয়েছে। এ উপলক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ  কাতারের প্রধানমন্ত্রী কায়রো সফর করেছেন। কাতারের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং মিসর ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতায় জড়িত।

জুলাই মাসে কাতারের রাজধানী দোহায় টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হয়নি। গত সপ্তাহে হামাস জানায়, তাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কায়রোতে রয়েছে, যারা গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে মিসরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে।

গোপনীয়তা রক্ষার শর্তে হামাসের এক কর্মকর্তা বলেন, ‘এ প্রস্তাবটি একটি কাঠামোগত চুক্তি, যা স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সূচনা করবে। যদিও এ বছরের শুরুর দিকে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর থেকে পরববর্তী পদক্ষেপ নিয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি।

এদিকে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সোমবার গাজার রাফাহ সীমান্ত পরিদর্শনে গিয়ে বলেন, ‘আমরা যখন এখানে কথা বলছি, তখন ফিলিস্তিনি ও কাতারি প্রতিনিধিরা মিসরে অবস্থান করছেন এবং তারা পদ্ধতিগত হত্যাকাণ্ড ও অনাহার বন্ধে প্রচেষ্টা জোরদার করছেন।’