ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

হোয়াইট হাউসে উপস্থিত জেলেনস্কি, তুললেন ছবি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ১১:২২ পিএম
ট্রাম্প জেলেনস্কির কাঁধে হাত রেখে অভ্যর্থনা জানান। ছবি- রয়টার্স

ইউরোপীয় বিভিন্ন দেশের নেতাদের পরে হোয়াইট হাউসে উপস্থিত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (১৮ আগস্ট) সেখানে তাকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান নিয়ে বহুল প্রত্যাশিত আলোচনার আগে ট্রাম্প জেলেনস্কিকে ভেতরে প্রবেশ করানোর সময় দুজন করমর্দন করেন। জেলেনস্কির সঙ্গে তার প্রথম বৈঠকের আরেকটি ইঙ্গিত হিসেবে ট্রাম্প ইউক্রেন না রাশিয়া, কার হাতে ‘তাস’ আছে তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্টের কাঁধে হাত রেখে অভ্যর্থনা জানান, এরপর দুজন দ্রুত ভেতরে প্রবেশ করেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে সোমবারের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলগের সঙ্গেও আলোচনা করেছেন জেলেনস্কি।

কয়েক ঘণ্টার মধ্যেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউরোপীয় বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।

ট্রাম্প বলেছেন, পুতিনের সঙ্গে তার আলোচনায় ‘খুবই উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে এবং এর থেকে গুরুত্বপূর্ণ ফল আসার সম্ভাবনা রয়েছে।

জেলেনস্কি হত্যাকাণ্ড বন্ধ ও যুদ্ধের অবসানে ট্রাম্পের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি ধন্যবাদ জানান মেলানিয়া ট্রাম্পকে, যিনি পুতিনকে লেখা এক চিঠিতে বিশ্বজুড়ে শিশু ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার সময় এসেছে বলে উল্লেখ করেছিলেন।

পুতিন নাকি জেলেনস্কি, কে যুদ্ধ শেষ করবেন—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আজ যদি সবকিছু ঠিকঠাক হয়, তবে আমরা একটি ত্রিপক্ষীয় বৈঠক করব… আমার মনে হয়, সেটি হলে যুদ্ধ শেষ করার বাস্তবসম্মত সুযোগ তৈরি হবে।’

সূত্র: রয়টার্স, সিএনএন, গার্ডিয়ান