ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

লক্ষ্মীপুরে দেওয়াল চাপা পড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ১০:০০ পিএম
শাহীন আক্তার

লক্ষ্মীপুরে ঘর থেকে বের হওয়ার একদিন পর ভাঙা দেওয়ালে চাপা পড়ে শাহীন আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের আমান উল্যাহপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শাহীন আক্তার স্থানীয় আয়েশা মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী এবং ব্যবসায়ী মো. শাহজাহানের কন্যা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গতকাল রোববার সকালে শাহীন তার মায়ের সঙ্গে অভিমান করে ঘর থেকে বের হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

সোমবার সকালে তার চাচা ওসমান গনি নির্মাণাধীন ভবনের দেওয়ালের নিচে শাহীনকে চাপা পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

তবে কী কখন থেকে সে দেওয়ালের নিচে চাপা ছিল, সেই সঠিক সময় নির্ধারণ করা যায়নি।

নিহতের বাবা মো. শাহজাহান বলেন, ‘শাহীন তার মায়ের স্বর্ণ হারিয়ে ফেলায় অভিমান করে ঘর থেকে বের হয়। খোঁজাখুঁজির পর একদিন পর তার মরদেহ পেয়েছি।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. আব্দুল মোন্নাফ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলছে।