সিলেটের বিশ্বনাথ উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাকে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) তারা পৃথক মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
আটককৃতরা হলেন: বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ (মামলা: বিশ্বনাথ সিআর ৭৬/২০২৪) এবং উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, উপজেলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফজর আলী (মামলা: বিশ্বনাথ জিআর ৮২/২০২৫)।
সোমবার সকালে সিরাজ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ এবং ফজর আলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক ধ্রুব জ্যোতি পাল ও কাজী মো. আবু জাফর বাদল তাদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাইমা শাহ আদালতের রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।