ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫

‘শেষ হয়নি অপারেশন সিঁদুর’, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর হুশিয়ারি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৬:৫৪ পিএম
ভূজ বিমানঘাঁটিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: সংগৃহীত

পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাকিস্তানে ভারত পরিচালিত  অপারেশন সিঁদুর কে ট্রেইলার মাত্র অভিহিত করেন তিনি।

শুক্রবার (১৬ মে) ভূজ বিমানঘাঁটি পরিদর্শনের সময় ভারতীয় বিমানবাহিনীর উদ্দেশ্যে রাজনাথ সিং বলেন, ‘অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। যা ঘটেছে তা ট্রেইলার মাত্র। সঠিক সময়ে বিশ্বকে পূর্ণচিত্র দেখানো হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা পাকিস্তানকে পর্যবেক্ষণে রেখেছি। আচরণের উন্নতি না ঘটলে কঠোর শাস্তি দেওয়া হবে।’

ভারতীয় সংবাদসংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী অপারেশনে ভারতীয় সামরিক সামর্থ্য বিশ্বের কাছে তুলে ধরে ভারতীয় বিমানবাহিনীর দ্রুতি ও নির্ভূলতার প্রশংসা করেছেন। 

তিনি বলেন, বিমানবাহিনী জঙ্গীবাদের বিরুদ্ধে সফলতার সাথে প্রচারণা চালিয়েছে। উপস্থিত বিমানবাহিনী সেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নতুন ভারত এখন আর চুপ থাকে না, বরং মুখ পাল্টে জবাব দেয়।’

আমি যত চাই বলতে পারি কিন্তু তা আপনাদের কর্মের মহত্ব কে প্রতিফলিত করতে ব্যর্থ হবে। কৃতজ্ঞ দেশের পক্ষ থেকে আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

রাজনাথ সিং আরও বলেন, ‘গোটা বিশ্ব দেখেছে কিভাবে আপনারা পাকিস্তান ভূখন্ডে নয়টি জঙ্গি স্থাপনা ধ্বংস করেছেন। পরবর্তী ধাপে তাদের একাধিক বিমানঘাঁটি ধ্বংস হয়।

অপারেশন সিঁদুরে ভারতীয় বিমানসেনারা শুধু তাদের শক্তিই নয় বরং ভারতের যুদ্ধ ণতি ও প্রযুক্তির উন্নতিও দেখিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিমানবাহিনী বীরত্ব ও সাহসিকতার মাধ্যমে সর্বোচ্চ চূড়ায় পৌছেছে। আমি এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং কে তার প্রচেষ্টা তার দল ও জওয়ানদের ধন্যবাদ জানাতে চাই। পাকিস্তানের যেকোন প্রান্তে ভারতীয় বিমানবাহিনী পৌছাতে পারে এটি প্রত্যেক দিক থেকে প্রমাণ করেছে।’