ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

নয়াদিল্লিতে গ্রেপ্তার ৫ বাংলাদেশি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৩:৩৫ পিএম
ভারতের নয়াদিল্লিতে কয়েকজন পুলিশ সদস্য। ছবি- সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তারা অনুপ্রবেশকারী এবং জোর করে লালকেল্লায় ঢোকার চেষ্টা করছিলেন। সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই পাঁচ বাংলাদেশির বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। দিল্লিতে তারা দিনমজুরের কাজ করছিলেন। তাদের কাছ থেকে কিছু বাংলাদেশি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এর আগে শনিবার গুরগাঁও থেকে দশ বাংলাদেশিকে আটক করে পুলিশ। তারা শহরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে দাবি পুলিশের।

গুরগাঁও পুলিশের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ কুমার বলেন, ‘দশ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বাংলাদেশি নথি পাওয়া গেছে। দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।’