সম্প্রতি মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। ইসরায়েলি আগ্রাসনের মুখে মুসলিমদের প্রথম কিবলা আল-আকসার নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কট্টরপন্থি কিছু ইসরায়েলি মিডিয়া প্ল্যাটফর্মে পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংসের এআই-নির্ভর ভিডিও প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি সেই ভিডিও প্রকাশ করেছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
সংবাদমাধ্যমটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই ভিডিও প্রকাশ করে বলা হয়েছে, কট্টরপন্থি ইসরায়েলি মিডিয়া প্ল্যাটফর্মগুলো ‘নেক্সট ইয়ার ইন জেরুজালেম, মাসিহ নাউ’ লেখা সংবলিত একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ভিডিও প্রকাশ করেছে, যেখানে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ ধ্বংস এবং তার জায়গায় ‘থার্ড টেম্পল’ নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে।
এর আগে, অবৈধ বসতি স্থাপনকারীরা জেরুজালেমে আল-আকসা মসজিদে হামলা চালিয়ে এটি ভেঙে ফেলে তার জায়গায় একটি টেম্পল নির্মাণের পরিকল্পনা করছে বলে সতর্কতা জারি করে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়।
 
আল-জাজিরার এক প্রতিবেদন মতে, মন্ত্রণালয়ের সতর্কতায় বলা হয়েছে, সেটেলার সংগঠনগুলো হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা চালাচ্ছে যে, তারা আল-আকসা মসজিদে হামলা করে এটি ভেঙে সেখানে একটি টেম্পল নির্মাণ করবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ফিলিস্তিনি মন্ত্রণালয় বলেছে, ‘আল-আকসা মসজিদ ভাঙার পরিকল্পনাকে আমরা অধিকৃত জেরুজালেমে মুসলিম ও খ্রিষ্টানদের পবিত্র স্থানে পদ্ধতিগত উসকানি হিসেবে বিবেচনা করি।’
বিবৃতিতে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বলা হয়েছে, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই উসকানিকে সর্বোচ্চ গুরুত্ব নিয়ে দেখা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’

 
                            -20250421192152.jpg) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন