ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

সীমান্তে আটকে আছে খাবার, ক্ষুধায় ‘মরছেন’ গাজাবাসী

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৮:০৮ পিএম
গাজায় প্রবেশের অপেক্ষায় থাকা ত্রাণের গাড়ির সারি। ছবি- রয়টার্স

আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় সাহায্য পৌঁছানোর জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান সিন্ডি ম্যাকেইন।

সোমবার (১২ মে) প্রকাশিত আইপিসি রিপোর্টে বলা হয়েছে, গাজার পুরো জনগোষ্ঠী দুর্ভিক্ষের সরাসরি ঝুঁকিতে রয়েছে। উপত্যকায় ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে লক্ষাধিক মানুষ। খবর আল-জাজিরার।

সিন্ডি ম্যাকেইন বলেন, ‘গাজার পরিবারগুলো না খেয়ে মরছে, অথচ তাদের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সীমান্তে পড়ে আছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ভিক্ষ ঘোষণার পর পদক্ষেপ নিলে অনেক মানুষের পক্ষে তা সহ্য করার মতো আর সময় থাকবে না। এখনই আমাদের কাজ করা দরকার।’

জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ-এর নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, ‘দুর্ভিক্ষ হঠাৎ করে আসে না। এটি আসে তখনই যখন খাদ্যে প্রবেশাধিকার বন্ধ থাকে, স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস হয়ে যায় এবং শিশুরা ন্যূনতম প্রয়োজন থেকেও বঞ্চিত হয়।’

তিনি জানান, ‘গাজা জুড়ে শিশুরা প্রতিদিন ক্ষুধা ও মারাত্মক অপুষ্টির সঙ্গে লড়ছে। আমরা বারবার এই বিপদসংকেত দিয়েছি। আবারও সকল পক্ষকে আহ্বান জানাই, যেন একটি ভয়াবহ মানবিক বিপর্যয় রোধ করা যায়।’

জাতিসংঘের বিভিন্ন সংস্থা গাজায় অবরুদ্ধ জনগণের জন্য অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানিয়েছে।