ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে ‘ইসরায়েল’জুড়ে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। তারা রাস্তায় নেমে এসে বিভিন্ন জায়গায় যান চলাচল বন্ধ করে দেন। এতে দেশের বিভিন্ন স্থানে অচলাবস্থা দেখা দেয়।
অনেক দিন ধরেই পরিবার-পরিজন জিম্মিদের মুক্তির দাবি জানিয়ে আসছেন। তাদের মধ্যে কেউ কেউ এ জন্য প্রয়োজনে যুদ্ধ পুরোপুরি বন্ধ করার কথাও বলছেন। কিন্তু এসব দাবি উপেক্ষা করে চলতি মাসের শুরুতে গাজা সিটি দখলের পরিকল্পনা করে নেতানিয়াহুর সরকার।
এর পরই সাধারণ ‘ইসরায়েলি’রা ১৭ আগস্ট থেকে বিক্ষোভ শুরু করেন। সেই কর্মসূচি অনুযায়ী শত শত মানুষ রাস্তায় নেমে আসেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার সকাল থেকে অন্তত ২৫ জনকে আটক করেছে পুলিশ। রাস্তায় অবরোধ তৈরি করে চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে তাদের আটক করা হয়।
তেলআবিব থেকে আটক করা হয়েছে ১১ জনকে। পুলিশের দাবি, বিক্ষোভকারীদের সরিয়ে মহাসড়কের বেশিরভাগ পথে যান চলাচল স্বাভাবিক করা গেছে। তবে এখনো জেরুজালেমমুখী রুট ১৬ সড়ক বিক্ষোভকারীরা আটকে রেখেছেন।
এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি জেরুজালেমে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। লাপিদ বলেন, জিম্মিরা কোনো ‘বন্ধকি জিনিস’ নয় যে, তাদের ফেলে রেখে সরকার যুদ্ধ চালিয়ে যাবে। গাজা থেকে তাদের মুক্ত করে আনার আহ্বান জানান তিনি।