ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

গাজায় আবারও রক্তপাত, নিহত ২০ 

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৮:৫৬ এএম
গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহত হয়েছেন ২০ জন ফিলিস্তিনি। এতে করে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৯২৮ তে।

বুধবার (১৪ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় এই হামলায় আহত হয়েছেন আরও ১২৫ জন। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৮৪৬ জনে। 

অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলা শুরু হওয়ার পর আরও অন্তত ২ হাজার ৮০০ জন নিহত ও ৭ হাজার ৮০০ জনের বেশি আহত হয়েছেন।

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। দু’মাস খানিক শান্ত পরিস্থিতি থাকার পর মার্চ মাসের মাঝামাঝি থেকে ফের গাজায় হামলা শুরু করে ইসরায়েল।

সেনা প্রত্যাহার ইস্যুতে হামাসের সঙ্গে মতপার্থক্যকে ইসরায়েল এই আগ্রাসনের কারণ হিসেবে দেখালেও, অনেকেই একে যুদ্ধবিরতির চুক্তিভঙ্গ হিসেবে দেখছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই হামলার ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। বেশির ভাগ ঘরবাড়ি, হাসপাতাল, বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে।

ইতিপূর্বে, আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

একইসঙ্গে, ইসরায়েল গাজার ওপর গণহত্যা চালিয়েছে- এ অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার মুখোমুখি হয়েছে।