ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

সন হিউং-মিনকে ফাঁসাতে নারী বলেন ‘আমি গর্ভবতী’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০২:০১ পিএম
টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক সন হিউং-মিন। ছবি- সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক সন হিউং-মিনকে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

কোরিয়ান ন্যাশনাল পুলিশ এজেন্সি বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, গ্রেপ্তারকৃত নারীর বয়স ২০-এর ঘরে এবং পুরুষের বয়স ৪০-এর কোঠায়।

অভিযোগে বলা হয়েছে, ওই নারী সনের সঙ্গে সম্পর্কের মিথ্যা দাবি করে নিজেকে গর্ভবতী বলে জানান এবং সন্তানের বাবা সন—এমন কথা রটিয়ে বিষয়টি গোপন রাখার বিনিময়ে অর্থ দাবি করেন। 

সন এই দাবি অস্বীকার করলে, অভিযুক্ত পুরুষটি মার্চ মাসে সনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে টাকা আদায়ের চেষ্টা চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গত ৭ মে সনের পক্ষ থেকে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। সন স্পষ্টভাবে জানান, অভিযোগকারী নারীর দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তিনি কোনো সন্তানের বাবা নন।

সিউলের গ্যাংনাম থানার তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত সোমবার অভিযুক্ত দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। বুধবার আদালতের অনুমতি পাওয়ার পরই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সনের ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, 'সন হিউং-মিন নিঃসন্দেহে ব্ল্যাকমেইলের শিকার। বিষয়টি বর্তমানে পুলিশি তদন্তাধীন। তদন্তের বিস্তারিত ফলাফল জানার পর আমরা তা জানাব।'

এই ঘটনার জেরে সনের ব্যক্তিগত জীবন আবারও আলোচনায় এসেছে। অতীতে দক্ষিণ কোরিয়ার দুই কে-পপ তারকা ব্যাং মিন-আ এবং ইউ সো-ইয়ংয়ের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, সন বহুবার স্পষ্ট করে বলেছেন যে ফুটবল থেকে অবসর নেওয়ার আগে তিনি বিয়ে করার পরিকল্পনা করছেন না।

২০১৯ সালে দেওয়া এক সাক্ষাৎকারে সন বলেছিলেন, 'আমার বাবা সবসময় বলেন, খেলোয়াড়জীবনে ফুটবলই হতে হবে এক নম্বর। আমি তার সাথে একমত। কারণ আপনি জানেন না আপনি কতদিন শীর্ষ পর্যায়ে খেলতে পারবেন। অবসরের পর দীর্ঘ জীবন তো আছেই।'

উল্লেখ্য, টটেনহ্যামের জার্সিতে এক দশকে ৪৫১টি ম্যাচ খেলে ১৭৩টি গোল করেছেন সন হিউং-মিন।