নিষেধাজ্ঞা উপেক্ষা করে পূর্ব জেরেুজালেমের আল-আকসা মসজিদে ঢুকে পড়ে ইসরায়েলিরা। সোমবার (২৬ মে) ‘জেরুজালেম দিবস’ উপলক্ষে আয়োজিত মিছিল চলাকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, ‘জেরুজালেম মার্চ’ নামের এই মিছিলে অংশ নেওয়া ইসরায়েলিরা পুরাতন জেরুজালেমের মুসলিম পাড়া অতিক্রম করে ‘আরব নিপাত যাক’, ‘তোমাদের বসতি পুড়ে যাক’—এমন উসকানিমূলক স্লোগান দেয়। এই অংশগ্রহণকারীদের অনেকেই দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের অবৈধ ইহুদি বসতিতে বসবাসকারী।
সংবাদমাধ্যমটি জানায়, ইসরায়েলের উগ্রবাদী ইহুদিরা মিছিলের সুযোগে আল-আকসা কম্পাউন্ডে প্রবেশ করে। এই সময় ইসলাম ধর্মের পবিত্র স্থানটিতে প্রায় ২ হাজার ইসরায়েলি উপস্থিত ছিল, যার মধ্যে ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী এবং ডানপন্থি নেতা ইতামার বেন-গভিরও।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বেন-গভিরের সঙ্গে ইসরায়েলি সংসদ সদস্য ইৎজাক ক্রুজার এবং নেগেভ ও গালিলি অঞ্চলের মন্ত্রী ইৎজাক ভাসেরলফও আল-আকসায় প্রবেশ করেন। ভিডিওতে বেন-গভির বলেন, ‘আমরা এই যুদ্ধে বিজয়ের প্রার্থনা করেছি এবং হামাসের হাতে আটক সবাইকে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করেছি।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন