ইসরায়েলের সামরিক বাহিনীর কার্যক্রমের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে তিনি আর ইসরায়েলের পক্ষে দাঁড়াতে পারছেন না বলে জানিয়েছেন।
এহুদ ওলমার্ট ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গাজার ওপর ১১ সপ্তাহ ধরে মানবিক সহায়তা অবরোধ এবং বিপুলসংখ্যক ফিলিস্তিনির প্রাণহানির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এটি যদি যুদ্ধাপরাধ না হয়, তাহলে কী?’
ওলমার্টের মতে, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর কট্টর ডানপন্থি সরকারের সদস্যরা এমন সব কাজ করছেন, যেগুলোর কোনো যৌক্তিকতা থাকতে পারে না।
সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে গাজায় ইসরায়েলি গণহত্যা ও জাতিগত নিধনের আন্তর্জাতিক অভিযোগ বিরোধিতা করে আসছিলেন ওলমার্ট। নারী ও শিশু নিহত হওয়ার ঘটনায় তিনি তখন বলেছিলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।
দীর্ঘ ১৯ মাস পরও যুদ্ধ শেষ না হওয়ায় অবস্থান পরিবর্তন করেছেন এহুদ।
ইসরায়েলেন সংবাদমাধ্যম দৈনিক হারেৎজ-এ এক মতামত কলামে তিনি লিখেছেন, ‘গাজায় আমরা এখন যে যুদ্ধ চালাচ্ছি, তা হলো ধ্বংস যুদ্ধ—যেখানে বিচারবুদ্ধিহীন, সীমাহীন, নিষ্ঠুর ও অপরাধমূলকভাবে বেসামরিক মানুষদের হত্যা করা হচ্ছে।’
সিএনএন-এর পক্ষ থেকে ওলমার্টের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে মন্তব্য চাওয়া হয়েছে।