ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

সিরিয়ায় গির্জায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০ 

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০৩:১৫ এএম
দামেস্কের ডোয়াইলা পাড়ায় মার ইলিয়াস গির্জায় হামলার পর ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন সিভিল ডিফেন্সের একজন সদস্য। ছবি— রয়টার্স

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় সন্ত্রাসী হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরও ৫২ জন । 

রোববার (২২ জুন) আত্মঘাতী বোমা হামলায় এই ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সিএনএন জানিয়েছে, দেশটির সরকারের দাবি এই হামলার সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) সম্পৃক্ত। কিন্তু এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই হামলা দায় স্বীকার করেনি।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দামেস্কের মার ইলিয়াস গির্জার ধর্মসভায় একজন সন্ত্রাসী অতর্কিত গুলি চালায় এবং ‘একটি বিস্ফোরক ভেস্ট ব্যবহার করে নিজের শরীরেই বিস্ফোরিণ ঘটায়'।

সিরিয়ার সিভিল ডিফেন্সের হোয়াইট হেলমেটস  জানিয়েছে, জরুরি দলগুলো মরদেহগুলো হাসপাতালে স্থানান্তর করতে এবং এলাকাটি সুরক্ষিত করার জন্য কাজ করছে।

রোববার অ্যান্টিওকের গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্কেট এক বিবৃতিতে জানিয়েছে, গির্জার প্রবেশপথে বিস্ফোরণে অনেক মানুষ নিহত হয়েছেন এবং গির্জার ভেতরে বা আশেপাশে থাকা আরও অনেকেই আহত হয়েছেন। তারা এটিকে 'অশুভের বিশ্বাসঘাতক আঘাত' বলে উল্লেখ করেছে।

গির্জা কর্তৃপক্ষ নিহতদের আত্মার শান্তি, আহতদের আরোগ্য কামনা করেছে। একই সঙ্গে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা ও শোক জানিয়েছে। 

সিরিয়ায় ঘটে যাওয়া এই বর্বর হামলায় জাতিসংঘের বিশেষ দূত গেইর ও. পেডারসেন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে জানান, তিনি সিরিয়ার সব সম্প্রদায়কে সন্ত্রাসবাদ, চরমপন্থা, উসকানি ও টার্গেট করে হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

সিরিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত থমাস ব্যারাক এই হামলাকে ‘কাপুরুষোচিত আচরণ' বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, 'সিরীয়রা এখন সহনশীলতা ও অন্তর্ভুক্তির যে নতুন সমাজ গড়ে তুলছে, এই ধরনের হামলার সেখানে কোনো জায়গা নেই।’

তুরস্ক, জর্ডান, ইরাক, ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, ফিলিস্তিনি কর্তৃপক্ষ, ইয়েমেন, ওমান, বাহরাইন, ইউক্রেন, অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র ও নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হামলার নিন্দা জানিয়েছে।