ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ইসরায়েলের হামলায় ইরানের আরেক পরমাণু বিজ্ঞানী নিহত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ১০:৫৫ এএম
ইরানের ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীরা। ছবি- সংগৃহীত

ইরানের আরেক পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইরানের ইংরেজি ভাষার চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, তেহরানে ইসরায়েলি হামলায় পরমাণু বিজ্ঞানী সেদিঘি সাবেরকে হত্যা করা হয়েছে।

প্রেস টিভির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে ফেরদৌসি এবং ভালি আসরের প্রধান রাস্তার কাছে সাবেরের ওপর আক্রমণ চালানো হয়।

গত ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত ১০ জনের বেশি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল।

এ ছাড়া ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডারসহ অনেকে নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেও ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা দেখা যাচ্ছে। কারণ যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরায়েলে তিনজনের মারা যাওয়া খবর পাওয়া গেছে।

এতে করে বোঝা যায়, যুদ্ধবিরতি মেনে নেয়নি ইরান। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে সাবেক মার্কিন কূটনৈতিক কর্মকর্তা নেড প্রাইস লেখেন, এ যুদ্ধবিরতিকে সফল বলা যেত যদি এটি ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে পারত। ট্রাম্প ২০১৮ সালে যে গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি বাতিল করেছিলেন, সেটাই ছিল প্রকৃত সমাধান।