গাজায় গণহত্যা চালানোর সময় ‘ইসরায়েল’-এর এক সেনা নিহত হয়েছে। ‘ইসরায়েলি’ সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় লড়াই করার সময় ৩৬ বছর বয়সি এই রিজার্ভ সদস্য নিহত হন। ওই সৈনিক ভ্লদিমির লজা বলে নিশ্চিত করেছে আইডিএফ।
এ নিয়ে গাজায় ‘ইসরায়েলি’ যুদ্ধ (গণহত্যামূলক অভিযান) শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৮৬৫ জন ‘ইসরায়েলি’ সেনা নিহত হয়েছে। এদের মধ্যে ৭ অক্টোবর হামাসের হামলায় নিহতদের সংখ্যাও অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্য আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ‘ইসরায়েলি’ সেনাবাহিনী ঘোষণা করেছে যে, তাদের একজন রিজার্ভ সেনা নিহত হয়েছে। উপকূলীয় অঞ্চলে নতুন করে আক্রমণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় মৃত্যু।
গাজায় ‘ইসরায়েলি’ হামলায় ১৮ জন নিহত হয়েছেন। হামাস জানিয়েছে, গত দুই দিনে প্রায় ২০ জন অনাহারে মারা গেছেন।
বার্তাসংস্থা আনাদোলু জানায়, গাজায় ‘ইসরায়েল’-এর বর্বর সামরিক অভিযানে মারা যাওয়া ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৯ হাজার ২৯ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধকে তারা ‘গণহত্যামূলক অভিযান’ হিসেবে বর্ণনা করেছে।
সোমবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ১৩৪টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও এক হাজার ১৫৫ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়াল এক লাখ ৪২ হাজার ১৩৫ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে আছে। উদ্ধারকারীরা অনেকক্ষেত্রে পৌঁছাতে পারছেন না।
চলতি বছরের মার্চের ১৮ থেকে ‘ইসরায়েল’ নতুন করে গাজায় হামলা শুরু করে, যদিও জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয়েছিল। নতুন এই দফার হামলায় এখন পর্যন্ত আট হাজার ১৯৬ জন নিহত এবং ৩০ হাজার ৯৪ জন আহত হয়েছেন।