ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মামদানির নীতিকে ‘ননসেন্স’ বললেন নেতানিয়াহু

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৬:৩৮ এএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। ছবি- সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির প্রস্তাবিত নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২১ জুলাই) এক টিভি সাক্ষাৎকারে নেতানিয়াহু মামদানির অবস্থানকে ‘ননসেন্স’ বলে আখ্যা দেন।

তিনি বলেন, মানুষকে দোকান লুট করতে দিতে চাইলে, আবার পুলিশ কমাতে চাইলে, তা ভালো সমাজ গড়বে না। বাস্তবতা একদিন বুঝিয়ে দেবে এসব কতটা বোকামি।

নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচনে জয়ী হওয়া ৩৩ বছর বয়সী মামদানি দাবি করেছেন, আমি পুলিশকে ‘ডিফান্ড’ করব না, বরং মানসিক স্বাস্থ্য ও গৃহহীন সমস্যা সমাধানে পুলিশকে সহায়তা করব।

নেতানিয়াহুর মন্তব্যের জবাবে মামদানি বলেন, ইহুদি নিউইয়র্কবাসীদের আমি ভালোবাসি ও সম্মান করি। আমাকে অ্যান্টিসেমিটিক বলা কষ্টদায়ক।

তিনি আরও জানান, ঘৃণাজনিত অপরাধ দমন করতে পুলিশের বাজেট ৮০০% বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। একইসঙ্গে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেওয়াতেও অবিচল থাকবেন বলে জানিয়েছেন।

২০২৪ সালের ডিসেম্বরে মামদানি ঘোষণা দিয়েছিলেন, আমি মেয়র হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করব।

আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনলেও ইসরায়েল তা অস্বীকার করেছে।

এ নিয়ে নেতানিয়াহু জানান, তিনি মামদানির এমন হুমকিকে গুরুত্ব দেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি তাকে (নেতানিয়াহু) বের করে আনব।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরের কথা রয়েছে নেতানিয়াহুর। তার আগেই মামদানির হুমকি এবং নেতানিয়াহুর পাল্টা প্রতিক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে উত্তেজনা ও বিতর্ক ছড়িয়েছে।