ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

‘ইসরায়েলের’ বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৩:৩২ পিএম
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি- সংগৃহীত

‘ইসরায়েলের’ যেকোনো সামরিক হামলার বিরুদ্ধে লড়তে ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। বুধবার সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক বিশেষ টেলিভিশন সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। ‘ইসরায়েলের’ সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর এটি ছিল পেজেশকিয়ানের প্রথম আনুষ্ঠানিক বক্তব্য।

ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমরা ‘ইসরায়েলের’ সম্ভাব্য নতুন কোনো সামরিক অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমাদের সশস্ত্র বাহিনী আবারও ‘ইসরায়েলের’ অভ্যন্তরে আঘাত হানার জন্য তৈরি। এই সাম্প্রতিক যুদ্ধবিরতির ওপর আমরা নির্ভর করছি না এবং এ নিয়ে আমরা খুব একটা আশাবাদীও নই।’

তিনি আরও বলেন, “আমাদের ক্ষতি করেছে ‘ইসরায়েল’, আমরাও তাদের চরমভাবে আঘাত করেছি। তারা আমাদের শক্তিশালী হামলার শিকার করেছে, কিন্তু নিজেদের ক্ষয়ক্ষতি গোপন করছে।’

সাক্ষাৎকারে পেজেশকিয়ান অভিযোগ করেন, “ইরানকে ধ্বংস করতে চেয়েছিল ‘ইসরায়েল’। তারা চেয়েছিল আমাদের শাসনব্যবস্থা ভেঙে দিতে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, রাষ্ট্রকে বিলুপ্ত করতে। কিন্তু তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।”

গত মাসে ‘ইসরায়েল’-ইরান ১২ দিনের সংঘাতে জড়িয়ে পড়ে, যেখানে যুক্তরাষ্ট্র ‘ইসরায়েলের’ পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এই সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো চরমে।