ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নেতানিয়াহুকে হত্যাচেষ্টায় জড়িত কে সেই নারী?

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৯:৩২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

‘ইসরায়েলি’ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এক বৃদ্ধা নারীকে নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

পুলিশের মুখপাত্র জানিয়েছে, ৭০ বছরের ওই নারী একজন পরিচিত সরকারবিরোধী বিক্ষোভকারী। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘হত্যার ইচ্ছা প্রকাশ’ করার অভিযোগ উঠেছে।

তদন্তে উঠে এসেছে, ওই নারী অস্ত্র সংগ্রহের চেষ্টা করেছিলেন এবং নেতানিয়াহুর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে অন্যদের সঙ্গে যোগাযোগ করেন। তবে এসব ঘটনা কখন ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

মামলাটি ইতোমধ্যে ‘ইসরায়েল’র রাষ্ট্রীয় আইনজীবী দপ্তরে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী নেতা ইয়ার ল্যাপিড। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে ক্ষতি করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।’

এর আগে, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বর্তমানে তিনি শারীরিক এই অবস্থা থেকে সুস্থ হয়ে উঠছেন। গত ২০ জুলাই তার কার্যালয় এই তথ্য জানিয়েছিল।

নেতানিয়াহুর কার্যালয় বলেছে, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত ‘ইসরায়েল’র প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। আগামী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন তিনি। এ সময় বাসা থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, ৭৫ বছর বয়সি নেতানিয়াহু শনিবার রাতে অসুস্থ বোধ করেন। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতা ধরা পড়ে। এ জন্য তাকে রক্তনালীর মাধ্যমে শরীরে তরল পদার্থ দেওয়া হচ্ছে।

২০২৩ সালে ‘ইসরায়েলি’ এই প্রধানমন্ত্রীর দেহে একটি পেসমেকার বসানো হয়। এরপর গত বছরের ডিসেম্বর মাসে মূত্রনালির সংক্রমণ ধরা পড়ার পর তার প্রোস্টেটও অপসারণ করেন চিকিৎসকরা।