স্পেনের পালমা দে মালোর্কা বিমানবন্দরে রায়ানএয়ারের ম্যানচেস্টারগামী একটি ফ্লাইটে আগুন লাগার সতর্কতা জারি করা হয়। এ সময় প্রাণ বাঁচাতে বিমান থেকে লাফিয়ে নামতে গিয়ে ১৮ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৫ জুলাই) স্থানীয় সময় বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটি উড্ডয়নের ঠিক আগমুহূর্তে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, ভীতসন্ত্রস্ত যাত্রীরা বিমানের উইং স্লাইড ব্যবহার করে নিচে নামছেন এবং কেউ কেউ ডানা থেকে লাফ দিচ্ছেন।
এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আরব টাইমস জানিয়েছে, আগুন লাগার সতর্কতা জারির সঙ্গে সঙ্গেই বিমান বন্দরের জরুরি বিভাগ ঘটনাস্থলে পৌঁছে যায়। বিমানবন্দরের অগ্নিনির্বাপণ কর্মী, সিভিল গার্ড ও আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্রের অন্তত চারটি অ্যাম্বুলেন্স তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে অংশ নেয়। সতর্কতা ঘোষণার পর যাত্রীদের জরুরি নির্গমনের পথ দিয়ে দ্রুত সরিয়ে নেওয়া হয়। তবে আতঙ্কিত কয়েকজন যাত্রী বিমানের ডানার ওপর দিয়ে সরাসরি মাটিতে লাফিয়ে পড়ায় আহত হন।
আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্রের এক মুখপাত্র জানান, আহত ১৮ জন যাত্রী চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়ানএয়ার পরবর্তীতে জানায়, ফ্লাইটটিতে ভুলভাবে আগুন সতর্কতার আলো জ্বলে উঠেছিল। এর ফলে যাত্রীদের স্লাইড ব্যবহার করে নামিয়ে আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
       -20251101005633.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন