দীর্ঘদিন ধরে পাকিস্তানে তথাকথিত ‘স্বাধীনতার লড়াই’ করে আসছে বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। এরই মধ্যে বেশ কয়েকটি ভয়াবহ হামলা ঘটিয়েছে গোষ্ঠীটি।
তবে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে গোষ্ঠীটিকে ভারতপন্থি বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বলেছে, বিএলএ ভারতের হয়ে পাকিস্তানে ‘প্রক্সি যুদ্ধ’ করছে। খবর দ্য ডনের।
মঙ্গলবার (৬ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ দাবি করেছে।
বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার ভারতীয় প্রক্সি তথাকথিত ‘বেলুচ লিবারেশন আর্মি’র সন্ত্রাসীরা মাচ এলাকায় একটি ইমপ্রোভাইজার বিস্ফোরক ডিভাইস দিয়ে নিরাপত্তা বাহিনীর গাড়িতে হামলা চালায়। এতে সাত সেনা সদস্য নিহত হয়েছেন।
নিহতরা হলেন- করাচির বাসিন্দা সুবেদার উমর ফারুক (৪২), কারাক জেলার বাসিন্দা নায়েক আসিফ খান (২৮), ওরাকজাই জেলার বাসিন্দা নায়েক মাশকুর আলী (২৮), লাক্কি মারওয়াত জেলার বাসিন্দা সিপাহী তারিক নওয়াজ (২৬), বাগ জেলার বাসিন্দা সিপাহী ওয়াজিদ আহমেদ ফয়েজ (২৮), কারাক জেলার বাসিন্দা সিপাহী মুহাম্মদ আসিম (২২) এবং কোহাট জেলার বাসিন্দা সিপাহী মুহাম্মদ কাশিফ খান (২৮)।
এই হামলাকে ‘জঘন্য ও কাপুরুষোচিত কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে আইএসপিআর। একইসঙ্গে দেশের অভ্যন্তরে যেকোনো ধরনের সন্ত্রাসীকে নির্মূল করতে সশস্ত্র বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।
এর আগে, গতকাল জিওয়ানি এলাকায় একটি রিমোট-নিয়ন্ত্রিত বোমা হামলায় পাকিস্তান কোস্টগার্ডের দুই সদস্য আহত হন। অন্যদিকে পিশিন জেলায় রাস্তার পাশে পৃথক বোমা হামলায় একজন লেভিস কর্মকর্তার ব্যক্তিগত গাড়ি ধ্বংস হয়ে যায়। যদিও তিনি প্রাণে বেঁচে যান।
গত সপ্তাহে, আইএসপিআরের মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেন, ভারত পাকিস্তানে সন্ত্রাসী হামলা তীব্র করার জন্য ‘সম্পদ’ ব্যয় বাড়িয়েছে। সামরিক কর্তকর্তাদের নির্দেশে ভারতের স্পন্সরিত সন্ত্রাসবাদের ‘অকাট্য প্রমাণ’ উপস্থাপন করেছেন তিনি।
আপনার মতামত লিখুন :