পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ভারত পাকিস্তানের চেয়েও বড় দেশ হতে পারে, তাদের সম্পদ বেশি। প্রবাদ আছে- যত বড় তারা, ততই কঠিন পতন। ভারত পশুতে পরিণত হয়েছে, তারা ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে।
বুধবার (৭ মে) দেশটির পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, পাকিস্তান কখনোই যুদ্ধের পক্ষে নয়। অতীতেও ছিল না। কিন্তু যখন প্রয়োজন হবে তখনই জবাব দেবে। কিন্তু তোমরা আমাদের ওপর আক্রমণ করেছ, নিরীহ বেসামরিক নাগরিক, শিশু ও আমাদের ভূমিতে আক্রমণ করেছ... এখন তোমাদের প্রস্তুত থাকতে হবে। কারণ পাকিস্তানের জবাব এখনো আসেনি।
তিনি ভারতকে সতর্ক করে বলেন, জাতিসংঘের সনদ অনুসারে, পাকিস্তানের এই আক্রমণের জবাব যেভাবেই হোক দেওয়ার অধিকার রয়েছে। পাকিস্তানের সমস্ত প্রদেশ ও জনগণ প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।’
ভারতের সম্পদ নিয়ে বিলাওয়াল বলেন, ভারত পাকিস্তানের চেয়েও বড় দেশ হতে পারে, তাদের সম্পদ বেশি। কিন্তু প্রবাদ আছে- ‘যত বড় তারা, ততই কঠিন পতন’। তারা পশুতে পরিণত হয়েছে, ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে।
সূত্র : দ্য ডন
আপনার মতামত লিখুন :