যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ভয়ানক অপরাধীদের জন্য এ পুরোনো কারাগারটি আধুনিকভাবে সংস্কার করে নতুন করে চালু করা হবে।
রোববার (৪ মে) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বিবৃতিতে বলেন, ‘আলকাট্রাজ পুনর্নির্মাণ করুন এবং খুলে দিন!’
তিনি বলেন, ‘আমেরিকা এখন সহিংস অপরাধীদের দ্বারা বিপর্যস্ত। এরা সমাজের ক্ষতি করছে, মানুষকে ভয় পাইয়ে দিচ্ছে। অতীতে আমরা ভয়ংকর অপরাধীদের কঠোরভাবে শাস্তি দিতাম। এখন সময় এসেছে সেই নীতি ফিরিয়ে আনার।’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা আর অপরাধীদের হাতে জিম্মি থাকতে পারি না। দুর্বল বিচারব্যবস্থা আর ব্যর্থ আইন শৃঙ্খলা ব্যবস্থা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকে অপরাধ করছে, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। আলকাট্রাজ আবার চালু হলে এটি আইন ও শৃঙ্খলার প্রতীক হবে।’
আলকাট্রাজ কারাগারটি সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝখানে একটি দ্বীপে অবস্থিত।

এটি প্রথম নির্মিত হয় ১৯১২ সালে। পরে ১৯৩৬ সালে এটি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আওতায় আসে এবং কঠোর নিরাপত্তার একটি কেন্দ্রীয় কারাগারে পরিণত হয়। কুখ্যাত অপরাধীদের জন্য এটি একসময় সবচেয়ে ভীতিকর কারাগার হিসেবে পরিচিতি পায়। তবে ১৯৬৩ সালে এটি বন্ধ করে দেওয়া হয়।
ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, প্রায় ৬০ বছর পর এই কুখ্যাত কারাগারটি আবার চালু করা হলে তা যুক্তরাষ্ট্রের অপরাধ দমনে একটি বড় বার্তা হতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন।
আপনার মতামত লিখুন :