ভারতে তৈরি আইফোন আমেরিকায় বিক্রি হলে তার ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি অ্যাপলকে উদ্দেশ করে এই কড়া বার্তা দেন।
ট্রাম্প বলেন, ‘আমেরিকায় বিক্রির জন্য কোনো পণ্য হলে, তা আমেরিকাতেই তৈরি করতে হবে। বিশেষ করে ভারতে তৈরি আইফোনে শুল্ক বসবে।’
তিনি আরও দাবি করেন, অ্যাপলের সিইও টিম কুককে আগেই এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
‘আমি শুনছি, অ্যাপল এখন ভারতে উৎপাদন করছে। আমি এটা চাই না। অ্যাপলের উচিত আমেরিকাতেই পণ্য তৈরি করা’,—বলেন ট্রাম্প।
ভারত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘ভারত নিজেরটা দেখে নিতে পারবে।’
বর্তমানে অ্যাপলের উৎপাদনের বড় অংশ এখনো চীনে হলেও সাম্প্রতিক বছরগুলোতে খরচ কমাতে ভারতমুখী হয়েছে কোম্পানিটি। ফক্সকন, টাটা ইলেকট্রনিক্স ও পেগাট্রনের মতো উৎপাদনকারী প্রতিষ্ঠান বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে আইফোন উৎপাদনে যুক্ত রয়েছে।
সিএনবিসির তথ্য অনুযায়ী, বর্তমানে অ্যাপলের প্রায় ২০ শতাংশ আইফোন ভারতে তৈরি হয়, যার উল্লেখযোগ্য অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে।
ট্রাম্প প্রশাসন বরাবরই চীন ও ভারতের মতো দেশে উৎপাদন নিরুৎসাহিত করে নিজ দেশে পণ্য তৈরি করার ওপর জোর দিয়ে এসেছে। ২০১৭-২০২১ মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প একই ধরনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অধীনে বহু আন্তর্জাতিক কোম্পানিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেন।
একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর পণ্যের ওপর আগামী মাস থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এই পদক্ষেপের মাধ্যমে তিনি আবারও বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের অবস্থানকে পুনর্বিন্যাস করার সংকেত দিলেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন