মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৬:০৭ পিএম

কোল্ডপ্লের কনসার্টে গিয়ে পরকীয়া ফাঁস, দু’কূলই হারালেন মার্কিন কোম্পানির সিইও

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৬:০৭ পিএম

ফাঁস হওয়া দৃশ্য।

ফাঁস হওয়া দৃশ্য।

ব্যান্ড দল কোল্ডপ্লের কনসার্ট চলাকালে বড় পর্দায় দেখা যাওয়া একটি আলিঙ্গনের দৃশ্য ভাইরাল হওয়ার পর যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তিপ্রতিষ্ঠান তাদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) ছুটিতে পাঠিয়েছে। ওই দৃশ্যে থাকা পুরুষ ও নারী পরস্পর সহকর্মী বলে নানা প্রতিবেদনে দাবি করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি অ্যাস্ট্রোনোমারে কাজ করেন ভাইরাল হওয়া এ কাপল। সামাজিক যোগাযোগমাধ্যমে এই কেলেঙ্কারি ভাইরাল হয়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য অবসরে গিয়েছেন  প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও শীর্ষ নির্বাহী অ্যান্ডি বায়রন। 
অ্যান্ডি অবসরে যাওয়ার পর বর্তমানে অ্যাস্ট্রোনোমারের ভারপ্রাপ্ত শীর্ষ নির্বাহীর দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা এবং শীর্ষ প্রোডাক্ট কর্মকর্তা পিটার ডি জয়। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে অ্যাস্ট্রোনোমার।
গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে পারফর্ম করে জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’। সেই কনসার্ট নিয়েই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তুঙ্গে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু গান কিংবা পরিবেশনা নয়, বরং দর্শকের ‘অস্বস্তিকর মুহূর্ত’। পরকীয়ার জোর গুঞ্জন ঘিরে কনসার্টটি নিয়ে এখন চলছে তুমুল চর্চা।
স্টেজে তখন পারফর্ম করছিলেন ব্যান্ডের ভোকাল ক্রিস মার্টিন। মার্টিন তখন মঞ্চ থেকে বলেন, “দেখো তো ওদের, কী সুন্দর একটা মুহূর্ত!” কিন্তু তারপরেই পাল্টে যায় দৃশ্যপট। ওই যুগলের অস্বস্তিকর প্রতিক্রিয়ায় মার্টিন একটু থমকে গিয়ে বলেন, “ওহ, কী হলো? এরা হয় সম্পর্কে আছে, নাহয় খুব লাজুক।”
এ ঘটনার জেরে অ্যান্ডি বায়রনের স্ত্রী নিজের নাম থেকে স্বামীর নাম-পদবী মুছে ফেলেছেন। ফলে, এই ঘটনাকে ঘিরে তাদের বিচ্ছেদ হচ্ছে কি না— তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। স্ত্রী মেগান কেরিগান বায়রনের সঙ্গে নিউইয়র্কে বসবাস করেন। আর কনসার্টে তার পাশে বসা ক্রিস্টিন ক্যাবটের বিবাহবিচ্ছেদ হয় ২০২২ সালে, তিনি এক সন্তানের মা।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!