মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি বংশোদ্ভূত এক শিশু ও তার মায়ের ওপর নৃশংস হামলার দায়ে দোষী সাব্যস্ত জোসেফ জুবা (৭৩) কারাগারে মারা গেছেন। ইলিনয় অঙ্গরাজ্যের কারা কর্তৃপক্ষের হেফাজতে বৃহস্পতিবার (২৪ জুলাই) তার মৃত্যু হয়। উইল কাউন্টি শেরিফের অফিস এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুর কারণ নিয়ে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
তিন মাস আগে জুবাকে হত্যাকাণ্ড, হত্যাচেষ্টা ও ঘৃণাজনিত অপরাধের অভিযোগে ৫৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০২৩ সালের অক্টোবরে শিকাগোর উপশহর প্লেইনফিল্ডে ভাড়া থাকা ফিলিস্তিনি আমেরিকান শিশু ওয়াদি আলফাইউমি এবং তার মা হানান শাহীনের ওপর হামলা চালায় জুবা। ছুরিকাঘাতে ওয়াদি (৬) নিহত হয়, আর শাহীন গুরুতর আহত হন। হামলার সময় জুবা বলেছিল, ‘মুসলিম হিসেবে তোমাদের মরতে হবে।’
ঘটনাস্থল থেকে উদ্ধার করা পুলিশ ভিডিও ও রক্তাক্ত অপরাধ দৃশ্যের ছবি আদালতে উপস্থাপন করা হয়। শাহীনের ভয়াবহ ৯১১ কলও জুরিদের শোনানো হয়। মাত্র ৯০ মিনিটের আলোচনার পর জুরি জুবাকে দোষী সাব্যস্ত করে।
হামলার সময় পরিবারটি জুবার ভাড়া দেওয়া ঘরে বসবাস করছিল। ঘটনার কয়েক দিন আগে শুরু হওয়া ‘ইসরায়েল’-হামাস যুদ্ধের প্রতিক্রিয়ায় এবং ভুক্তভোগীদের মুসলিম পরিচয়ের কারণে এই হামলা চালানো হয় বলে তদন্তে জানা গেছে। জুবার প্রাক্তন স্ত্রীও আদালতে সাক্ষ্য দিয়ে বলেন, যুদ্ধ শুরুর পর থেকেই তিনি মুসলিমদের প্রতি বৈরিতা প্রকাশ করছিলেন।
এই নৃশংস হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রে মুসলিম ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বাড়তে থাকা বৈরিতার প্রেক্ষাপটে ব্যাপক আন্তর্জাতিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। প্লেইনফিল্ডের বড় ফিলিস্তিনি সম্প্রদায় শোকাহত হয় এবং স্থানীয় কর্তৃপক্ষ ওয়াদির স্মরণে একটি পার্কের খেলার মাঠ উৎসর্গ করে।
আমেরিকান-ইসলামিক সম্পর্ক কাউন্সিলের শিকাগো শাখার নির্বাহী পরিচালক আহমেদ রিহাব বলেন, ‘এই বিকৃত খুনি মারা গেছে, কিন্তু ঘৃণা এখনো বেঁচে আছে’।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
আপনার মতামত লিখুন :