আমেরিকার ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার এ দুর্ঘটনা ঘটে বলে সিএনএন জানিয়েছে।
নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌবাহিনীর এফ–৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
নৌবাহিনী জানিয়েছে, স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ–১২৫–কে বিমানটি দেওয়া হয়েছিল; যা রাফ রেইডার্স নামে পরিচিত। এই বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
জানা গেছে, নৌবাহিনীর এয়ার স্টেশনের কাছে একটি মুক্ত ও বিস্তীর্ণ কৃষিজমিতে আছড়ে পড়ে যুদ্ধবিমানটি, পরে সেটিতে বিস্ফোরণ ঘটে। বিমানটি আছড়ে পড়ার আগেই পাইলট নিরাপদে বেরিয়ে যেতে পেরেছিলেন। তা ছাড়া কৃষিজমি ও তার আশপাশের এলাকায় কোনো মানুষজন না থাকায় এ দুর্ঘটনায় নিহত বা আহতের কোনো ঘটনা ঘটেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বিধ্বস্ত বিমানটির ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দাউ দাউ আগুনে জ্বলতে থাকা যুদ্ধবিমানটি থেকে উঠছে ঘণ কালো ধোঁয়ার কুণ্ডলী।
আপনার মতামত লিখুন :