ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রতি সহানুভূতি ও উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, ‘উভয় দেশের মধ্যে চলমান সংঘাত প্রকাশ্য যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে, এই বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
শুক্রবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে তিনি পাকিস্তানে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের জন্য আল্লাহর রহমত কামনা করেন।
এরদোগান লেখেন, ‘আমি পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ একইসঙ্গে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনে আলাপের কথাও জানান। আলোচনায় তিনি ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরে (আইআইওজেকে) সাম্প্রতিক সন্ত্রাসী হামলার একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বানকে ‘মূল্যবান পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘পরিস্থিতি যেখান থেকে আর ফিরে আসার উপায় থাকবে না, তার আগেই আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনে তুরস্ক প্রস্তুত রয়েছে সহায়তার জন্য।’
এর আগে, ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসলামাবাদ জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে ভারতের বিমান হামলায় পাকিস্তানের অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন। ছয়টি স্থাপনায় হামলার অভিযোগ করেছে পাকিস্তান, যার মধ্যে রয়েছে আহমেদপুর পূর্ব, মুরিদকে, শিয়ালকোট, শক্করগড়, মুজাফফরাবাদ এবং কোটলি।
জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী জানায়, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান, সাতটি ড্রোন ভূপাতিত করেছে এবং সীমান্তবর্তী ভারতীয় চৌকিগুলোতেও পাল্টা হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, ভারতের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত প্রথমে এই সামরিক পদক্ষেপ নেয় বলে নয়াদিল্লির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে পাকিস্তান একে ‘বিনা উসকানিতে চালানো আগ্রাসন’ বলেই অভিহিত করছে।
আপনার মতামত লিখুন :