পাকিস্তানে আবারও ভারতীয় ড্রোন হামলা হয়েছে। তবে সেটি সফল হয়নি। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই তা গুলি করে ভূপাতিত করে সেনাবাহিনী।
শুক্রবার (৯ মে) জিওটিভি নিউজের প্রতিবেদনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের বরাতে এ তথ্য জানানো হয়। তবে ঘটনার সময় উল্লেখ করা হয়নি।
এবারের ড্রোনটি বাহাওয়ালনগরে ভূপাতিত করা হয়। মঙ্গলবার (৬ মে) এ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করে ভারত। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়।
তথ্যমন্ত্রী তারার বলেন, পাকিস্তান আরেকটি ভারতীয় হারোপ ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। বাহাওয়ালনগরে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে বাধা দিয়ে ধ্বংস করে। আমাদের সেনারা যে কোনো আগ্রাসন রুখে দিতে সদা প্রস্তুত।
এর আগে বৃহস্পতিবার পাকিস্তানে হামলা চালিয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে ভারত। দেশটির অন্তত ২৫টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান।
পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী গত রাত থেকে ভারতের পাঠানো ২৫টি ইসরায়েলি হ্যারোপ ড্রোন ধ্বংস করেছে। সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী, টেকনিক্যাল সফট-কিল এবং অস্ত্রনির্ভর হার্ড-কিল পদ্ধতি ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী ভারতের পাঠানো এসব ড্রোন সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করেছে।
আইএসপিআর আরও দাবি করেছে, গত ৬ মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়ায় ভারতের ৫টি আধুনিক যুদ্ধবিমান, একাধিক ড্রোন এবং সেনাসদস্য নিহত হওয়ায় দেশটি আতঙ্কিত হয়ে এই ড্রোন হামলা চালায়। সামরিক সূত্রে বলা হয়, ভারতের আগ্রাসী মনোভাবের জবাব পাকিস্তান সর্বদা দৃঢ়ভাবে দেবে।
আপনার মতামত লিখুন :