রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামের একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত রোববার রাতে মরদেহ উদ্ধার করা হয়। গতকাল সোমবার গুলশান থানার ওসি হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি হাফিজুর রহমান জানান, জ্যাকসন নামের যুক্তরাষ্ট্রের ওই নাগরিক গত ২৭ আগস্ট হোটেল ওয়েস্টিনে একটি রুম ভাড়া নেন। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে জ্যাকসন রুমটি নেন। কিন্তু গত দুই দিন ধরে তিনি কোনো খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও পুলিশকে জানায়। পরে দূতাবাস থেকে একটি মেডিকেল টিমসহ পুলিশেরও একটি টিম ঘটনাস্থলে যায়। সেখানে দেখা যায়, জ্যাকসন নামের ওই ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছে বিছানায়।
ওসি আরও বলেন, ‘তার (জ্যাকসন) মৃত্যু স্বাভাবিক প্রতীয়মান হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিত আবেদন করে মরদেহটি নিয়ে যায়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, জ্যাকসন ব্যাবসায়িক কাজে বাংলাদেশে এসেছিলেন।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন