বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীরা ছয় দফা দাবি উত্থাপন করে বিক্ষোভ চালাচ্ছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন। এর আগে সকাল থেকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটে সমবেত হন এবং ‘রাজপথ ছাড়ি নাই’, ‘রাজপথ ছাড়ব না’সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি হলো: ১. অবৈধভাবে হল খালি রাখার নির্দেশ প্রত্যাহার ও আদেশ বাতিল, ২. হলগুলোর সব ধরনের সুবিধা নিরবচ্ছিন্ন রাখা, ৩. নিরাপত্তা ব্যর্থতার দায়ে প্রক্টোরিয়াল বডির ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ, ৪. বহিরাগত সন্ত্রাসীদের হামলা ও হেনস্তার ঘটনায় উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, ৫. হামলার সঙ্গে জড়িত শিক্ষকরা ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, ৬. একক কম্বাইন্ড ডিগ্রির দাবি মেনে তিনটি ভিন্ন ডিগ্রি বন্ধ করা।
শিক্ষার্থীরা জানান, দাবিসমূহ পূরণ না হলে তারা পুরো বিশ্ববিদ্যালয় লকডাউন এবং ব্ল্যাকআউট করে আন্দোলন চালিয়ে যাবেন। সেদিন বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় জব্বারের মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন। এতে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ‘বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নিয়েছেন। ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের বুঝিয়ে দ্রুত রেলপথ থেকে সরানো হবে।’ শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগলেও দাবিসমূহ না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন