বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মাদ কাবেরুল ইসলাম লিটনের উদ্যোগে নীলফামারীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতালে আয়োজিত এই ক্যাম্পে পাঁচ শতাধিক রোগী বিনা মূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম ও ডা. জান্নাতুল নেছা। চিকিৎসা নিতে আসা হাসিনা বানু বলেন, ‘আমি দীর্ঘদিন শারীরিক সমস্যায় ভুগছি, কিন্তু অর্থের অভাবে নিয়মিত ডাক্তার দেখাতে পারি না। আজ এখানে এসে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সত্যিই উপকৃত হয়েছি। সাধারণ মানুষের জন্য এ ধরনের আয়োজন অনেক উপকারী।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন